Pages

January 12, 2012

কম্পিউটার মনিটর করুন


মনিটর করুন নেটওয়ার্কের সব কম্পিউটার

ইমেইলপ্রিন্ট

আমাদের দেশে ইদানিং অনেক স্কুল/কলেজেই কম্পিউটার ল্যাব আছেঅনেক ক্ষেত্রে দেখা যায় স্কুলের কোমলমতি শিশু-কিশোররা কম্পিউটার ল্যাবে বসে তাদের পড়াশোনার কাজ না করে গেমস, চ্যাটিং সহ আরো অনেক ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে যায়তাই স্কুল/কলেজে এমন একটা ব্যবস্থা দরকার যার মাধ্যমে শিক্ষক শ্রেনীর সবগুলো কম্পিউটারের উপর নজরদারি করতে পারেনএছাড়া যারা সাইবার ক্যাফে পরিচালনা করেন তাদের ও অনেক সময় এই রকম ব্যবস্থার প্রয়োজন হয়উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখেই বানানো হয়েছে Classroom Spy Professional সফটওয়্যারটিএই সফটওয়্যার ব্যবহার করে আপনি নেটওয়ার্কের সবগুলো পিসিতে কি হচ্ছে তা আপনার মনিটরে দেখতে পারবেনপ্রয়োজনে যে কোন কম্পিউটারে আপনি মেসেজ ও পাঠাতে পারবেন ব্যবহারকারীকে সতর্ক করার জন্য

Classroom Spy Professional সফটওয়্যারটিতে দুটো অংশ আছেConsole এবং Agentআপনি যে কম্পিউটার থেকে সবগুলো পিসি মনিটর করবেন সেখানে Console ইনস্টল করতে হবেআর যে পিসিগুলোকে মনিটর করবেন সেখানে Agent ইনস্টল করতে হবেমূল সেটাপ ফাইলটি চালালে Classroom Spy Professional Console এবং Classroom Spy Agent ইনস্টলের অপশন দেবে প্রয়োজনীয় বাটনটি ক্লিক করলেই সেটাপ শুরু হয়ে যাবেConsole ইনস্টলেশন একদম সোজা yes/ok/next/finish দিলেই শেষ :)আর Agent ইনস্টলেশনের সময় একটা পাসওয়ার্ড দিতে হবে যা পরবর্তীতে মনিটর করার সময় প্রয়োজন হবেএবং Start Agent বাটনে ক্লিক করে সার্ভিস চালু করে দিতে হবে

সবগুলো পিসিতে Agent ইনস্টল করা শেষ হলে আপনার পিসি থেকে Console চালু করুনপ্রথমবার চালু হবার সময় একটা পাসওয়ার্ড সেট করতে হবে যাতে আপনি ছাড়া অন্য কেউ এটা চালু করতে না পারেকনসোল চালু হয়ে গেলে Add Computer বাটনে ক্লিক করুনধরি, আপনি এজেন্ট ইনস্টল করেছেন এমন একটা পিসির আইপি এড্রেস হল 192.168.1.110 এবং সবগুলো এজেন্টে পাসওয়ার্ড 123456 ব্যবহার করেছেনতাহলে Remote computer (host or IP): তে লিখুন 192.168.1.110, Nickname: এ একটা নাম দিন যেমন: Computer07, Agent's password: এ লিখুন 123456এবার OK ক্লিক করুনএভাবে আপনার সবগুলো কম্পিউটার কনসোলে যুক্ত করে নিন

আপনার কাজ শেষসবগুলো কম্পিউটারে কি হচ্ছে তা আপনি Remote Screens ট্যাবে দেখতে পাবেনএকটা জিনিস মনে রাখবেন এই সফটওয়্যারটি ডিফল্ট পোর্ট ব্যবহার করে 5444তাই কোন ফায়ারওয়াল যদি ব্যবহার করেন তাহলে 5444 কে ওপেন রাখতে হবেএছাড়া কোন কোন এন্টিভাইরাস এটাকে ভাইরাস হিসেবে ও চিহ্নিত করতে পারে ডাউনলোড ও বিস্তারিত জানার জন্য এই লিংকে দেখুন

জেনে নিন আপনার পিসির নাড়ি-ভূড়ি কি অবস্থায় আছে !!!

    আজ আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি দারুন সফটওয়্যর। যার নাম স্প্যাসি। সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের নাড়ি নক্ষত্র কি পরিস্থিতিতে আছে তা জানতে পারবেন। অনেক সময় আমাদের পিসির বিভিন্ন ইনফরমেশন ডিটেইল আকারে দরকার হয়। তখন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার পিসির যাবতীয় ইনফরমেশন পেতে পারেন। একটি পিসির হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত যাবতীয় ডিটেইলড ইনফরমেশন দিতে দারুন পটু এই সফটওয়্যারটি। তার চেয়ে বড় কথা সফটওয়্যারটি ফ্রি। তাই এক্ষুনি লুফে নিন সফটওয়্যারটি। নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে।

যে কোন মুভি কিংবা ভিডিও ফাইলকে নিমিষে 3D তে রূপান্তর করুন (সাথে একদম কম দামে 3D চশমার খোঁজ!)

3D ছবির কথা এখন কে না জানে? 3D ছবি দেখতে তো অনেকেই পছন্দ করে। কিন্তু 3D টিভি কেনার সাধ্য কয়জনের আছে? আমার এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ন্যূনতম খরচে সম্পুর্ন 3D মুভি দেখার স্বাদ পেতে পারেন।
ছোটবেলায় Wonder Land এ 3D মুভি দেখে এত্ত অবাক হয়েছিলাম! যখন ইদুরগুলো লাফালাফি করছিল(মুভিতে) তখন মনে হচ্ছিল এগুলো মনে হয় গায়ের উপর এসে পড়বে! তখন থেকেই 3D মুভি মাথায় ঘুরত। কিন্তু বড় হয়ে একসময় এগুলোর কথা ভুলেই গিয়েছিলাম। একবার বানিজ্যমেলায় সনি’র স্টলে 3D টিভি দেখে আবার মাথায় ঢুকলো! গুগলে সার্চ করে অনেক অনেক 3D ইমেজ এবং ইউটিবে 3D  ভিডিও ক্লিপ বের করেছি, কিন্তু 3D চশমা আর পাই না। যেগুলো খুজে পেলাম, পাওয়ার পর মনে হল না পেলেই ভাল হত! সব ১০০০০ টাকার উপরে! অনেকদিন মন খারাপ করে বসেছিলাম। হঠাত মনে হল 3D ছবি দেখার আরো কোন উপায় ও তো থাকতে পারে? খোঁজ নিয়ে দেখলাম যে চশমাগুলীর দাম এত বেশি ছিল সেগুলো আসলে LCD shutter Glass, যেগুলো পোলারাইজড মুভি দেখতে কাজে লাগে। এখনো এই ভুল ধারনাটা অনেকের মাঝে আছে। আমরা সচরাচর যে 3D মুভি দেখি তা আসলে Anaglyph ধরনের, যেটা 3D Red-Blue নামে বেশি পরিচিত। Anaglyph 3D  চশমা মাত্র ২-৩শ টাকায় পাওয়া যায়।
প্রথমে 3D ছবি নিয়ে কিছু প্যাচাল পাড়ি।
3D ছবি দেখার অনেক পদ্ধতি আছে, যেমন

1.      Stereoscopic

  • Anaglyph
  • Polarized

2.      Autostereograms

  • Magic Eye

3.      Pulfrich effects

4.      Prismatic & self-masking crossview glasses

5.      Lenticular prints

6.      Displays with filter arrays

7.      Wiggle stereoscopy

কিছু Stereoscopic Anaglyph 3D ছবি



কিছু Magic Eye ছবি

Magic Eye 3D

কিছু Wiggle stereoscopy


এদের মাঝে  1, 2 এবং 7 সবচেয়ে পরিচিত
কাজের কথায় আসি।

3D গ্লাস

আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটির ২য় এবং ৩য় তলার অনেক সিডি/এক্সেসরিসের দোকানে 3D গ্লাস পাবেন। আমি ২৫০ টাকায় কিনেছি। একটু যাচাই করে কিনবেন।

3D Red Blue Glass

3D মুভি

অনেক দোকানে 3D মুভি পাওয়া যায়। এক একটি ডিভিডি ২-৩শ টাকার মত। তার উপর হাতে গোনা মাত্র কয়েকটা মুভি পাওয়া যায়। আজ আপনাদের এমন একটি সফটওয়্যার দেব যা দিয়ে যে কোন মুভি কে 3D  তে কনভার্ট করতে পারবেন। এখান থেকে এটি ডাউনলোড করে নিন। স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন এবং সিরিয়াল কি দিন। তবে ইন্সটল করার সময় আপনার এন্টি ভাইরাসটি সাময়িকভাবে নিস্ক্রিয় রাখুন।
এর ব্যবহার খুবই সহজ। তারপরেও  বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট দেখুন।



ডাউনলোড

ডাউনলোড




No comments: